মানুষ, কুকুর আলাদা কিছু নয়
রহস্যের উদ্ভাসিতরূপ মাত্র
আমরা দেয়াল টেনে আনি তাদের মাঝে
তেতে ওঠে অন্তঃসারশূন্যতা মানবতার মাঝে।
কুকুরকে আমরা বেনামেও ডাকতে পারি
তাতে প্রাকৃতিকতা অথবা মানবতার কিছু আসে যাবে না
উপরন্ত আমরাই ছিটকে পড়বো রহস্য থেকে।
রঙ দেখে রহস্য বোঝা মুশকিল
সেটা সবাই জানে
অথচ সবাই শুধু সেদিকেই ছোটে!
২৬শে এপ্রিল, ২০১৬