হে প্রাণের প্রান্তের শহর
আড়ম্বরহীন জীবনটাকে
নিঃশব্দে বরণ করে নাও,
তোমার বাতাসে উড়িয়ে দাও
এই প্রশ্নহীন জীবনের ঘুড়ি।
যে সংস্কারকে সত্যেরতুষ ভাবে কেবল
আর সত্যকে খুঁজে বেড়ায় আজন্মকাল
তাই এই অনুজন্মও তার চোখে
ঐ কৌতূহলী মেঘমালারই রূপ।
সে উদ্ভাসের আবরণের ভিতর রহস্যের অনুসন্ধানে অনুসন্ধিৎসু কবি মাত্র
নেড়িগলির উদ্দেশ্যহীন কুকুরছানার মতই সত্যসন্ধানী
নিষ্কলুষছাত্র মাত্র।
২৪শে এপ্রিল, ২০১৬