মোবাইল ফোনের উড়ালআলাপ বন্ধ হবে
চিঠি আসবে আবার মনের রাজ্যে
হলদে খামের ভিতর হঠাৎ
ইউরেকা প্রাপ্তির শীৎকার!
নিঃসঙ্গ মনের কুঠিরে আবার শান্তি আসবে
হাজার হাজার নির্লিপ্ত স্বর্গপ্রাপ্তির মতন।
সব ঝরে যাবে প্রলাপ, হা-হুতাশ
মিথ্যে প্রেমালাপ, সাইবারগল্প
শুধু রয়ে যাবে আমার এই আরদ্ধগান।
অহিংস স্টেনগান!  



২২শে এপ্রিল, ২০১৬