ঝলসানো নির্বুদ্ধি
ঝলসানো রুটি
উত্তরনের একই পথে গ্রাসিত
অথচ সে ভাবে সেখানেই স্বর্গ!
আগাছা আর তেভাগার রাজ্যে
বেড়ে ওঠা এসব মানুষজন্তু
শহরে আসে, আস্তানা গাড়ে
কেড়ে নেই নাগরিক অধিকার।
মুখে লেপে যায় অনবরত “ফেয়ার এন্ড লাভলি”
আর পেতে ঢোকায় গোলাপজল
মনে রেখো আধ্যাত্মিক ঔষধ
কখনও জন্মলাভ করে না বলদ!
১৭ই এপ্রিল, ২০১৬