ফিরে এসেছি আপন ঘরে
ফিরে এসেছি!
যেন সময়ের সাথে  উদ্ভাসিত অসময়ের ছায়া।

আমি উদ্ভাসিত কেউ নই
আমি আদির অন্যরূপমাত্র
অথচ সময়েরমানুষ নিরুৎসাহিত খুঁজেফিরে কায়া।

আমি অসমকালীন
অন্তরিন রাখি নিজেকে হারানো রূপে
যে রুপের সাথে মিলেমিশে একাকার আদিররূপ।

হারানো ফটোগ্রাফি
লাগিয়ে রেখেছি অন্তরে
যেখান থেকে ছিটকে পড়ছে প্রতিনিয়ত ঐশ্বরিকরূপ।


৯ই এপ্রিল, ২০১৬