দুঃখ আসে অবয়ব থেকে
যেখানে কামনার বসবাস
এখন অবশিষ্ট অবয়বরা শিশুসুলভ
উড়ে বেড়ায় মনের জানালায়
তোমাকে পাওয়ার আশায়!








৬ই এপ্রিল, ২০১৬