আজ আমি শিকলবিহীন
আজ আমি এক মুক্তপাখি
অথচ সেই মুক্তিরগান শিখেছিলাম আমি তোমার মুখ থেকেই
আজ সবই আছে, নরম কোমল হৃদয়, নরম রদ্দুর আরও কতো কিছু!
শুধু তুমি নেই
হঠাৎ কেন হারিয়ে গেলে
এই ঘর, সপ্ন সবিই তো আসলে শুধু তুমি
নীলা, আমি আবার রোদ্দুর হবো অমল কান্তির মতো
অসমঞ্জস্য হবো সময়ের সাথে
আবার নরমকোমল হাওয়ালতা হবো আদির মতো!
৫ই এপ্রিল, ২০১৬