মানুষটা স্রেফ পানির মতন
গড়িয়ে পড়া স্বচ্ছজলের মতই যার চিরকুটেভবিষ্যৎ
প্রয়োজনে গলায় দড়ি জড়িয়ে উনিশতলা থেকে ঝুলবে সে-
হারানোঘড়ির পেন্ডুলামের মতন
মৃত্যু ভয়ের অস্তিত্ব হারিয়ে গেছে বুকপকেট থেকে বহু আগেই
অথচ দাঁড়িয়ে আছে আজো সাক্ষাত কোমল তুলতুলে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে
সে পুরনোজাহাজখানা নিয়ে মহাবিশ্ব পাড়ি দেবেই সৃষ্টিরআনন্দে
বুঝতে পেরেছ চতুরশেয়াল!!


৪ঠা এপ্রিল, ২০১৬