এমন বৃষ্টি আর এমন মধুর সকাল
কেন হঠাৎ উদয় হল রে?  
হৃদয়ের কথা বলিতে যে ব্যাকুল
যার কথা কেউ শোনে না রে!
মধ্যবয়সীর আটপৌরে জানালায়
মনের রাজ্যকে সুরভিত করে তোলে
আবার নতুন করে!  
বৃষ্টি ভেজাবাতাস
সুভাসিত শহর
আকাসে চিল
ক্ল্যাসিকেল কাক
আর কি লাগে এইজীবনে!
বলো নাগরিক।


১লা এপ্রিল, ২০১৬