আত্মোপ্লব্ধিরঘড়ি সময় বোঝে না
তাই সে গৌরবোজ্জ্বল ইতিহাসকে জড়িয়ে কাঁদতে শেখে
রঙধনু মেখে যায় বড় অবেলায় আকাশে বাতাসে!
এদিকে পৃথিবী বুড়ো হয়
অসময়ের ক্যানভাসের রঙধনুর মেলায়ও আত্মঘাতী প্রেমের বিস্ফোরণ ঘটে
আকাশও গুটিয়ে বসে নিজেকে সময়ের তালে তালে!
২৭শে মার্চ, ২০১৬