গুটিসুটিমারা আত্মা
কখনও গুবরেপোকা হয়ে ঘুরে বেড়ায়
পনেরো-বিশতলার আস্তানায়,
জানালা দিয়ে উড়েবেড়ানোর রানওয়েতেই সে হারিয়ে যায় শূন্যে
ডিজিটেল গতিতে, দুঃখহীনতার ছন্দে।
এবার নৈতিকতার ব্যাকরণ তাকে বোতলবন্দী করবে না কখনো!
স্বপ্ন দেখতে শেখাবে ভিনগ্রহের,
একরকম উদ্দেশ্যহীনভাবেই মিশে পড়বে বাড়ন্ত গ্রহে।
যেখানে কানাগলি শব্দটাও অভিধানে অনুপস্থিত
“সুখ” শব্দের অনস্তিত্বটা আকাশে চিল উড়িয়ে দেয়
যেন শব্দহীন যুদ্ধবিমান প্রদর্শনী।
আটপৌরে জীবনদর্শনে ঘেমেভিজে থপ থপ করছে পবিত্র গ্রন্থ
তার পৈত্রিকপ্রয়োজনীয়তাও ফুরিয়েছে বহু আগেই
এখন এতদিন অনাদরে পড়ে থাকা ভারতীয় আর চৈনিকগ্রন্থদের জয়জয়কার
জয় হোক আদির এই বিশ্বাসের
এই বিশ্বাস চশমাবিহীন চোখেই ধরা দেয়
হাতে নিলেই স্পষ্ট হয়ে ওঠে তার যুক্তি
যুক্তির দেশলাইয়ে বিশ্বাস পুড়ে ছারখার!
বিশ্বাসের কয়লাও মৌনতা ছড়িয়ে বুঝিয়ে দেয়
জলরাজ্যের শ্রেষ্ঠত্বের কথা
জলধারায় বিলিয়ে দিলাম
দুঃখহীনতার ধারায়
হে নবজীবন।


২৪শে মার্চ, ২০১৬