মৃত্যু অপেক্ষারত
উর্বর সবুজপাহাড়ে
অবাস্তবভাবে যেখানে পলি জমে!
আলাপ হবে সাংগীতিক-ট্রিপলেট ভাষায়
সত্যসন্ধানীর হাজারো বিন্দু বিন্দু জীবনে
যা উদ্ঘাটিতো হয় না কখনও এক জীবনে
যে জীবন ভরে ছিলো উন্মুক্ত সত্যসন্ধানীর বাগান
বাগানে আবার পপিফুলের চাষও ঘটেছে মৌসুমিবাতাসে
তাই আফগানিস্তান অথবা আরবস্থানে যেতে হল না এই জীবনে
বরং সুরের নেশায় ঝংকৃত কান্না বয়ে নিয়ে গেছে উদ্ভ্রান্তের মতন
সবসুর, সবগাঁথা জেনেও বোবা রয়ে গেলাম কেন জানি, কিসের ইশারায়?
তাই মৃত্যু আমাকে সেই পাহাড়েই নিয়ে যাবে যেখানে বিচার হবে না
কখনো!!
বরং প্রেম হবে, রুবেনের শৈল্পিকজগতে তবে অশ্লীলতা ছেঁকে
রুমির চাইতে জিব্রান, আবার লাওতজু সাথে গৌতম –
যাদের হাইমের সুরে যে মানুষটা সুর ছেড়ে পা রেখেছিলো রহস্যের নীলাভগলিতে
তাকে হয়তো একদিন ঐ পয়গম্বাররূপি এলিয়নরায় সম্মানিত করবে
অথবা অন্য কেউ যে কিনা সত্যরাজ্যের স্বরাজ!!
তাতে অন্তত কোনো সন্দেহ নেই
বলো- বিশুদ্ধ আকাশ
সত্যের জয় হবেই

১৭ই মার্চ, ২০১৬