একটা গীটার ছিলো আমার পার্কে বাজানোর
একটা গাছের প্রেমে পড়ে মজে হঠাৎ ভুলে গেলাম তোমায়
ভাঙাড্রামসেট আর অদৃশ্যপিয়ানোটা বলে বেড়ায়
সোনালী সেক্সফোনটা ভাঙাদাঁতে বলে বেড়ায়
তোমাকে চাই, তোমাকে চাই
এই বড় অবেলায়!
বড় অবেলায়, এই জীর্ণশীর্ণ দেহে
হিমালয় পাড়ি দিয়ে
আল্পসে উঠে আবার ভাবি
বড় অবেলায় বসে বসে রঙতুলি নিয়ে তোমায় আঁকি
আঁকা ছবির নৌকায় ভাসি!
জানি বড় অবেলায়!
উম বড় অবেলায়!!
১৫ই মার্চ, ২০১৬