একটা বিদ্রোহী কুলহারা কুকুর
ঝরো বাতাসে মনুষ্যত্ব গিলে
হঠাৎ বিষণ্ণ হয়ে ওঠে।
তাই সে পার্কে বসে বসে
ঝিমিয়ে ঝিমিয়ে স্বপ্ন দ্যাখে
সে একদিন তার পরমআরদ্ধ্য
মনিবকন্যাকে বিয়ে করবে!
মেঘ উড়ে যায়
বাতাসও বয়ে যায় দ্রুত
সেই তথাগত স্বপ্নের
আর বাস্তবায়ন ঘটে না,
উলটো সে তাড়িত হয় ঘৃণিত হয়ে
তাই সে অখ্যাতবৃক্ষের বাদামসদৃশ
বীচিও গিলে বসে আনমনে বাতাসের মতন।
অখ্যাতবৃক্ষের বাদামে তার গলা অবরুদ্ধ হয়
বাঁচার তাগিদে সে এবার নর্দমার চা সদৃশ পানিও গিলে বসে, ভুলবশত!!
ইহার পরেও, বিধাতার কোন এক আয়োজনে
সে এই যাত্রায়ও মুক্তি পেয়ে বসে,
সে মুক্তিই তাকে সুস্থস্বপ্ন দেখতে শেখায়
হাড্ডির বদলে নারীর
নারীর বদলে প্রেয়সীর
অতঃপর, তার নিরীহ অর্ধ-মানবীয় জীবন কাটে
প্রেমের বিশ্বাসে যুগে যুগে!!
১৩ই মার্চ, ২০১৬