নিঃশব্দে বায়ুতাড়িত হয়ে যে শুকনোপাতা
জলে ডুবে মরে আনমনে
সে কি স্বপ্ন দেখেছিলো?
আবার সে নতুন সবুজপাতা হয়ে গজাবে!
নাকি সে ভেবেছিলো আবার সে ফিরে যাবে
আদির কাছে অনুসন্ধিৎসু উৎসাহে
হওয়া আর না-হওয়ার চিরসবুজখেলায়
ভেসে যাক না সম্ভাবনা মহাবিশ্বের মতন!