বিষাক্ত আত্মীয়তারবন্ধন!
বারবার মনে করিয়ে দেয় হিংসুটে বিদঘুটে মৌনচিৎকারের কথা।
নরমরুটি ও আলুভাজির মিশ্রণে সিঙ্গারার আত্মদাম্ভিকতায় গাঁথা।
আমাদের গলায় “খাইবার পথের” মতন বিঁধে -
দুঘণ্টার অতিক্রান্তসময়কে মনে হয় বিশাল সমুদ্রঅভিজান।
থম থম করে হেঁটে চলে আত্মদাম্ভিক তরুণী
সে বাতাসে বাতাসে ছড়িয়ে দেয় বিলেতি অহংকার।
নিজেকে নিঃসঙ্গ বিড়ালমামা মনে হয়
ইচ্ছে করে মিয়াঁও মিয়াঁও করে ডাকি।
মিহি পিচ্ছিল চোরের মতন কেটে পড়ি সময়ের ক্যানভাস থেকে,
রাত্রিকালিন ভদ্রবেশী চোরের রাজা হয়ে ঘুরি
বিষাক্তআত্মীয়তার বন্ধন!