নরম ঘাসের নরম জীবন
আবার ফিরে আসে জীবনের পাঠশালায়
দখিনা বাতাস হয়ে উঁকি দেয় মাঝবয়সের জানালায়
আর আমরা যারা ভাবি, “অনেক হয়েছে জীবনে, এখন শুধু যাবার পালা”
তাদের জীবনের দীর্ঘতা যেন বাড়তে থাকে রেলের বগির মতন
আর এই জীবন যেন হয়ে ওঠে এক ক্লাসিক্যাল ক্যানভাস
যেখানে ভুলশুদ্ধ একাকার হয়ে রঙ হয়ে মিশে পড়ে দিগন্তে
হলদে সবুজ ঘাস হয়ে বুঝিয়ে দেয় বেঁচে থাকা আর না বেঁচে থাকার পার্থক্য
তাই আমরা ভেবে নিলাম অনেক হয়েছে -
এবার শুধু অবাক হবো বারবার বাক্যবিহীন উপদেশমালায়
যাক না জীবন রংধনুর রঙে!  


১০ই মার্চ, ২০১৬