তুমি আমাকে নিয়ে চলো
সেই সেই জগতে যেখানে সোনালুফুলের বসন্ত চিরকাল
উইনস্টনের লোকজ পিয়ানোর সুর ছড়িয়ে পড়ে দিগন্তজুড়ে
আমি ঘুড়ি হয়ে উড়বো আর তুমি হবে উড়ন্ত মেঘ
অথবা আমি হবো মেঠোপথ আর তুমি হবে প্রজাপতি
আলোছায়ার খেলায় আমরা মিশে যাবো “ক্যাননের” সুরে
নয়তো মোজার্টের “আলা তু্র্কা” কিংবা “সাইলেন্ট নাইটের”
ঘুমপাড়ানি সুরে চলো আবার হারিয়ে যায় নতুন দিগন্তে!!
১লা মার্চ, ২০১৬