তোমরা কোথায় যাবে আমি জানি না
তবে আমি আদির কাছে যাবো।
সহজসরল হবো, নির্ভেজাল হবো
আত্মাহীন হবো, পাহাড় হবো।
উদ্দেশ্যহীন মেঘ হবো আদির নেশায়
“আমি” ছিঁড়ে “তুমি” হবো-
“সে” অথবা হবো সব!
গড়িয়ে যাবো চিরকাল সঠিক পথে
জলেরধারার মতন!
থিতু হবো গভীরজলের মতো
হৃদয় যখন সমুদ্র
হৃদয় যখন কেন্দ্র
রয়ে যাবো অদেখার পথ চেয়ে
আকাশের মতন হাতপা ছড়িয়ে
আমি আদির কাছে যাবো।
২৯শে ফেব্রুয়ারী, ২০১৬