একটা জমি আছে জমি
কামনা-বাসনামুক্ত জমি
চাইলেই তুমি আবাদ করতে পারো
নানান রঙের ফুলের অথবা নরম সবুজ ঘাসের বৃন্দাবন!
যদিও ফুল আর ঘাস আসলেই একবিন্দু থেকেই সঞ্চারিত
লিপ্সার দূরবীনে যা চিরকাল অনুপস্থিত
চাওয়া-পাওয়াহীন নেশাক্ত হৃদয়
এক থেকে অধিকতরে সঞ্চারিত হবেই  
এটাই তো নিয়ম!
প্রকৃতিকে একবার নিয়ম ভেঙ্গে ভেবেছো “আলবার্ট”
কিভাবে সকলেই একে অন্যের প্রান্ত ছুঁয়ে যায় অবলীলায়!



২৮শে ফেব্রুয়ারী, ২০১৬