বেঁচে আছি আদি রূপে
পার্থিব নামের জালে
মানুষ, পশু, জগতকে ভাবি একচোখে
যতো কিছু ছিটকে পরে হৃদয়গহীন থেকে।
রহস্যের গুরু জলেরধারা
ঝরার বেলায় আত্মহারা
পরার বেলায় নিপুণ তারা
কোমলতায় যার হৃদয় ভরা।
তুমি আমায় চিনলে না রে আর চিনলে না
তোমার জন্যে জলেরধারায় ভাসি সারা বেলা
আজ না হয় পরশু তুমি জানি আসবেই
জলের মতোই ছুটবো তোমার অন্তরেই!