এখানে সবাই অতিসাধারণ
তাই সবাই খ্যাতির পেছনেই ঘোরে।
৮০’এর দশকে গীটার নিয়ে যে পরচুলা
নিজেকে আজো অপ্রাপ্তভেবে দ্বারে দ্বারে ঘোরে
সেও আসলে সাধারণের বিকল্প কেউ নয়।
এটা এখন পুরোজাতির একধরণের রোগ
একজনকে ভালো বলে অন্যজনকে মন্দ বলা।
একজনকে সুন্দর বলে অন্যসবাইকে উড়িয়ে দেয়া
আমাদের হচ্ছেটা কি? খ্যাতিমানকে মহান বানিয়ে
আপামরজনতাকে নিঃস্ব করে তোলা! প্রাপ্তদের গায়ে
বিজয়ের ট্যাটু এঁকে আমরা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছি
আন্তদেশিয় সীমান্তে... প্রকৃতির শব্দ কেউ শোনে না,
সবাই ঢাক বাজিয়ে যায় আত্মগৌরবের অথচ নিস্তব্ধতার
ঈশারা কেউ বোঝে না!