আ দিয়ে শুধু আমি হয় না
মনে রেখো
আদি, আদিম, আত্মা, আতা
কতো কিছু!
কিন্তু ভেবে বেড়াও
বলে বেড়াও
শুধু এই মরার “আমি”-র কথা
তাইতো দুঃখ তোমার যায় না
মিথ্যে তোমায় ছাড়ে না
এই নাও আমি ভোলার ঔষধ নাও
আর সারাক্ষণ বলে বেড়াও-
আমরাই পৃথিবী
আমরাই আকাশ
আমরাই পিঁপড়ের টিবি
শীতবসন্তের স্বপ্ন
আর নিল সমুদ্দের ঢেউ!