আমি ছিলাম প্রেমিক
প্রকৃতির ছায়ায় ঘুরে বেড়াতাম
বাতাসের সুর আর পাখিদের সুর
ভরে দিতো আমার প্রাণ
একদিন জোয়ার আসে
ভেসে নিয়ে যায় খড়কুটো
রেখে যায় শুধু জীর্ণদেহ
আমি বাতাসি হয়ে গেলাম।
আমি ছিলাম গায়েন
গীটার হাতে ঘুরে বেড়াতাম
মানুষের মিলন মেলায়
আসর জমিয়ে রাখতাম
একদিন দানবের খাঁচায় আটকে গেলাম
কেড়ে নিলো আমার দুহাত
তারপর ডুবে গেলাম নিল সমুদ্রে
হাঙরের রুটি হয়ে
আমি ছিলাম বলবান ভীতু
সাহস লুকিয়ে ঘুরে বেড়াতাম
নিরীহ পাখি ধরে খাঁচায় আটকাতাম
কিন্তু একটা পাখি আমাকে ভালবেসে ফেলে
আমিও চাইলাম কিন্তু পারলাম না
কাপুরুষতার দেয়াল টপকিয়ে
ভালোবাসায় সারা দিতে
তাই প্রেমের সাথে সাথে ভিতুরও মৃত্যু হল
আমি ছিলাম মানুষ
ক্ষুধাহীন এক মানুষ
কামনা ও উদ্দেশ্যহীন
বুদ্ধের বানি ছিলো শরীরে আঁকা
পুণ্য করতে করতে হারিয়ে ফেলতাম নিজেকে
তাই ধীরে ধীরে অনাত্মা হয়ে একদিন মিশে গেলাম শূন্যে
পৃথিবীকে বিদায় দিলাম মৃত্যুর আগেই
তারপর হারিয়ে গেলাম একদিন বাতাসে।
১৬ই ফেব্রুয়ারী, ২০১৬