বাবা, আমি আসলেই তুমি
তোমার আর আমার মাঝে
নেই কোনো বিভক্তি!
আজ আমি যেভাবে দাঁড়িয়ে
জগতটা দেখছি, তার নিঃসঙ্গ ছায়াটিও
আসলে প্রকাশ করে বেড়ায় তোমার উপস্থিতি
আর তোমার যা যা অপূর্ণ আশা আমাই নিয়ে
তাও একদিন পূর্ণ হবে আমার মতো করে
কারণ আমি আর তুমি যে একই সুক্তির মুক্তামণি।
১৫ই ফেব্রুয়ারী, ২০১৬