চপল জলেরধারা গড়িয়ে পড়ে
আমাদের পাথুরে শরীর জড়িয়ে
সম্ভাবনাহীন আত্মা জেগে ওঠে আকাশীসৌন্দর্যে
বলিরেখাপূর্ণ দেহ কিন্তু অন্তর তার বলিরেখাহীন
ঘুড়ি উড়ে বেড়ায় আমাদের আকাশে
সাইকেল নামে জাপানি পর্বত থেকে
ছায়া আসে জিরিয়ে নিতে
সম্ভাবনা আবার জেগে উঠে।
১৪ই ফেব্রুয়ারী, ২০১৬