মানুষ ভুলকে ভুল ভাবে
আমি ভাবি ফুল!
কারণ ঐ দুঃখময় ফুলগুলি
আজ তোমাকে দাঁড় করিয়েছে সত্যপথে।
আর সত্য সত্যই, তার কোনো অতীত নেই
সত্য অতীতহীন প্রথম সূর্যের মতন।  
সে শুধু আলো ছড়াতে জানে
অন্ধকারাছন্ন ফুলেল জগতে!



১৩ই ফেব্রুয়ারী, ২০১৬