আজ আমি হেঁটে যাবো সেই পথ ধরে
যে পথ অঙ্কিত অনাদিকাল থেকেই।  
যে পথে ইঙ্গিত আছে মৌনতার সুরে  
আছে প্রকৃতির ঐকতান।
সে পথ টেনে নিয়ে চলুক
সীমান্তে, দিগন্তে;
যেখানে মৃত্যু অপেক্ষা করে-
নরম সবুজ ঘাসের ওপর
শেষ বিকেলের ছায়ার মতন।

১২ই ফেব্রুয়ারী, ২০১৬







১২ই ফেব্রুয়ারী, ২০১৬