শুনেন শুনেন কবিগণ
শুনেন দিয়া মন
অভাগিনীর দুঃখের কথা করিলাম বর্ণন
কাব্যগ্রন্থের হবে আজ মোড়ক উন্মোচন

“কবিতার সাথে বসবাস” কাব্যগ্রন্থের নাম
নিমন্ত্রণ দিলাম সবাইকে আজ হবে ধুমধাম।



(আজ বিকেল ৫টায় আমার ৩য় কাব্যগ্রন্থ “কবিতার সাথে বসবাস”এর মোড়ক উন্মেচিত হতে যাচ্ছে। আগ্রহি কবি ভাইবোনদের ধামণ্ডির আলিয়স ফ্রঁসেজের অডিটোরিয়ামে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে।)  


২৯শে জানুয়ারী, ২০১৬