শেকড় থেকে উঠে আসা স্বপ্ন আঁকতে হবে
অমানুষ থেকে অনাত্মার পথে, যে যোজন যোজন দুঃখের পথ আমরা- মারিয়ে এসেছিলাম তারাও কি স্বপ্নের মূলধারায় ঠাই পাবে না?
নিষ্কলুষ হয়ে স্বর্গালোকে স্থান করে নেবে না?
বিকেলের ফুটন্ত রঙের মেলায়
দুপুর কেটেছে আকাশীখেরখাতা হয়ে
আঁকিবুঁকিতে ক্ষতবিক্ষত যখন চেতনা
তখন আবার শেকড়ের তীব্র অনুভূতি-
যে অনুভূতি টেনে নিয়ে চলে
মাটির তলদেশে আলোরগতিতে
মনে হচ্ছে এইতো ছুঁয়ে ফেললাম আসল শেকর!
এবার শুধু চোখরাঙিয়ে ধরে রাখার পালা, হে কবি।