সবকিছুর ভিতর যে ঘুরে বেড়ায় কুকুরছানার মতন
তার কোনো দুঃখ থাকে না
সবকিছুর মাঝে যে নিজেকে হারিয়ে বসে বাতাসের মতন
তার কোনো দুঃখ থাকে না
ভুল শুধরিয়ে যে শুদ্ধ পথে চলে উদ্দেশ্যবিহীন
তারও কোনো দুঃখ থাকে না
সে তো শুধু ফুলের গন্ধ নিয়ে বেড়ায়
বাগানে, বাগানে ফুল না ছুঁয়ে!
২৭শে জানুয়ারী, ২০১৬