যখন বুঝতে পারলাম টের পেলাম
সময় যে হারিয়ে গেছে বরফের ভেতর
তারুণ্যের ডানা খশে পড়েছে বহু আগেই
যতদিন মস্তিষ্কে টিকে ছিল হিমশীতল বরফযুগ।

ডাইনোসরীয় উপাখ্যান শেষে আবার জেগেছে বসন্ত
কিন্তু বসন্ত যখন মস্তিষ্কে ততদিনে চারপাশ ছেয়ে গেছে বরফ শীতল অস্তিত্বে
তারুণ্যের উচ্ছ্বাসে আমি যখন চিৎকার দিতে উদগ্রীব
তখন চারপাশে নেমে আসে হতাশার অন্ধকার।

এই অন্ধকার অনুৎসাহের
এই অন্ধকার বৃদ্ধবাদের
সংকটটা, সময় আমার মগজের সবুজ সময়টা বুঝলো না  
আর আমিও ঠিক সময়ে জ্বলে উঠলাম না
হৃদয়ে স্বাধীনতার পতাকাটা দুলে ওঠে আকাশী চিল দেখে
আর আমি তাকিয়ে থাকি আকাশের দিকে বরফশীতল অস্তিত্ব হয়ে!



২১শে জানুয়ারী, ২০১৬