শব্দ এখন পথ্য
গন্ধযুক্ত শব্দ অ্যান্টিবায়োটিক
যা দিয়ে সংস্কারসমূহ নির্মূল করা সম্ভব
শব্দ একধরনের প্রার্থনা
নির্বাচিত শব্দের গাঁথা মালা দিয়ে
মগজের হার্ডডিস্ক রিফ্রেশ করা সম্ভব
শব্দ মগজের ভাইরাসগার্ড
ধারাবাহিক উপন্যাসের স্মৃতিচারণ
তোমাকে কেন্দ্রীভূত হতে বাধ্য করবে
শব্দ হচ্ছে সবকিছুর পরমাণু
পবিত্র মন নিয়ে শব্দউচ্চারণ
তোমাকে আলোরপথে উড়িয়ে নিয়ে যাবে
যে যতো পছন্দসই শব্দ দিয়ে জীবন সাজাবে
ততো তার মনের ড্রইংরুম ভরে উঠবে সৎসঙ্গে
তারপর শব্দের থার্মোমিটারে বিরাজ করবে চিরপ্রশান্তি, চিরকাল।
২১শে, জানুয়ারী, ২০১৬