এখানে মানুষ মুক্তি খোঁজে জনপ্রিয় পথে
সে পথে এলে নিরাপত্তা মিলবে বলে।
সে চোখ ফিরিয়ে নেই সূর্য থেকে, দেশজ জ্ঞান থেকে
উসকো-খুসকো জীবনে বিশ্বাসের বৃদ্ধি ঘটে কেবল
বন্দি হয়ে পড়ে নিভৃতে এড়িয়ে চলা হৃদয়মানব।
সে তাকে অভিশাপ দেয়, কলঙ্কিত করে শয়তানের দোসর বলে
তাই সে হৃদয়মানব একদিন হয়ে ওঠে বিশাল দেহি এক মানবদানব।
ধীরে ধীরে সে দানবমানব তাকে জয় করে বসে তলোয়ার উঁচিয়ে
এখন সে থমথম করে হাঁটে পদ্মার বুকে পুরোপৃথিবীটায় গ্রাস করবে বলে!
২০শে জানুয়ারী, ২০১৬