শেষ বিন্দু দিয়ে ছবি হবে
শেষ হবে তিলে তিলে
থেমে যাওয়া পাথুরে নদীর মতন
আবার যেখানে প্রাণের সঞ্চার হয়।
ফুলফোটে সুখ দুঃখের আলোছায়ায়
আকাশ স্পর্শ করে নদীর মতন
দিগন্ত জুড়ে আবার প্রেম হবে
আমাদের হারিয়ে যাওয়া প্রেমের মতন।
পূর্বপশ্চিম মিশে যাবে একবিন্দুতে
হঠাৎ করে দেখতে পাওয়া ইটের ভাটার মতন
যার ভয়ে আকাশ রাঙ্গিয়ে চিল উড়ে,
আমরা যেভাবে কাটিয়েছি একটা যুগ আতংকে।
যুদ্ধের পরে শান্তি মিলবে কি আমাদের ক্ষত হৃদয়ে
আমৃত্যু কি এটা বয়ে নিয়ে যেতে হবে!
১৬ই জানুয়ারী, ২০১৬