কবিতার ক্যানভাসে মিশে গেছে সব যন্ত্রাংশ
হাত-পা, হরেক রকম গ্যাজেট
গাঁজার ধোঁয়া উড়ছে শহরশূন্য স্বপ্নে
নারীবাড়ী ভেঙ্গে পড়ছে নতুন অনস্তিত্বের অপেক্ষায়
শূন্যশহর অথবা শহরশুন্য স্বপ্নরা গড়ে তুলছে নতুন নতুন টিবি
পিঁপড়েরা হায়েনা সদৃশ হয়ে আবার উবে যায় নিয়ো-ক্ল্যাসিকেল বাতাসে
ঈশ্বররূপি মানুষ নিজেকে প্রশ্ন তুলে হাজার হাজার ধর্মতত্বের মেলায়
বইয়ের রাজ্য ভেঙ্গে পড়ে উদ্দেশ্যপূর্ণ ধর্মগ্রন্থের আচরণে
অনাত্মারা পাথরের গান শুনে যায়, যদিও বড় অবেলায়
তবুও সময়হীনতা ও অর্থহীনতার দায়ে শান্তি ঝরে চিরকাল।
১৪ই জানুয়ারী, ২০১৬