ধরে নাও জীবনটা মরীচিকা
মেঘের প্রাসাদে ভরপুর
স্রেফ স্বপ্ন
সারবস্তু খুঁজতে যেও না কখনো
গুণ বিচারেই ক্ষান্ত হও, শুধু।
এবার দেখবে, দুঃখরা পাখি হয়ে ফিরে যাবে নীড়ে
আর তুমি হয়ে উঠবে শূন্যরাজ্যের সুখি সেনাপতি!
(based on SAMADHI RAJA SUTRA)
১২ই জানুয়ারী, ২০১৬