এই যদি জীবন হয়
তবে এতো কিছুর প্রয়োজনও বা কি?
চির পরিবর্তনশীল প্রপঞ্চের মাঝে
কিছু মনোময় ঘটনা, এইতো সুন্দর!
তারপর যদি পারো এই অপ্রিয় দেহের চামড়াটা
রেখে যাও প্রপঞ্চে কাক-শকুনে খাবে বলে!
যাতে আবার এসে কাতরাতে না হয়,
হায়ানার কবলে পড়তে না হয়।
উন্মত্ত বাতাসের ভেতর ধীরে ধীরে নিভে যাক
এই মনোময় প্রদীপের জয়গাঁথা
এই হোক একমাত্র আশা।
৯ই জানুয়ারী, ২০১৬