কি দেখেছি কখনো বলা যাবে না
কি পেয়েছি তাও না!
তবে তোমার আকাশভরা সূর্য-তারাময় জীবনেই ছিল একমাত্র মুক্তি
সুক্তি হয়ে ছিলে আজীবন, আজো আছো এই অনাত্মার বেডরুমে।
আর যদি ফিরে না পাই তোমার আকাশতুল্য ছায়া
তাহলে আমিহীন হয়ে ছড়িয়ে পরবো মস্তিষ্কের আনাচে কানাচে
গ্রহাণু হয়ে ঘুরে বেড়াবো পরমানন্দে!





৩রা জানুয়ারি, ২০১৫