চলেই যাবে যদি পাশকাটিয়ে গহীন বনের আড়ালে
তবে হারিয়ে যাও ধীরে ধীরে উপবিষ্ট ভিক্কুর ন্যায়।
যেতে হবে গন্তব্যে দুহাজার ষোলর ক্যাপস্যুলে চড়ে ধীরে ধীরে
আত্ম-উপলব্ধির চশমা জড়িয়ে, একখণ্ড জীবন শেষ করবো বলে!
যেখানে একেকটা সেকেন্ড হবে একেকটা ধারণা-
বিগত বছরের জীবন চারণ যেন এ বছরের লিলিপুটিও উপলব্ধি মাত্র!
হে নতুন দিনের চিরজাগ্রত কবি।


৩০শে ডিসেম্বর, ২০১৫