এই মিথ্যে দেহ আজ ফেনপিন্ড, মরীচিকা ছাড়া আর কিছু নয়
গৌরব, প্রাপ্তি, আশা-আকাঙ্খা সবিই ছিটিয়ে দিয়েছি চিতায়!
তাহলে সংশয় আর থাকে কোথায় আমার কল্যাণমিত্র?
আকাশের শূন্যতা যখন ছড়িয়ে গেছে প্রেমের রাজ্যে –
তখন এই সত্তাটাও না হয় ছিনিয়ে নিলো শূন্য!
হে মনোময় সুন্দরতম মনরাজ্য।
২৪শে ডিসেম্বর, ২০১৫