সচেতন থাকো ধীরে ধীরে বদলানো মুহূর্তের সাথে
শুধু প্রাণ হয়ে বেঁচে থাকো প্রপঞ্চের গোলক ধাঁধায়।
ইট, পাথর, দেয়াল, আকাশ, বাতাশ, মহাবিশ্ব – সবিই বদলাবে
শরীর, মন, অনুভূতি কিংবা গড়ে ওঠা মনের গলি – সবিই বদলাবে!
পুড়িয়ে, ঝলসিয়ে, পিটিয়ে, দৃঢ়তায় সাদা করে তোলো কালো অবাধ্য হাতিকে।
দেখবে সেই সাদা মনহাতির পিঠে চড়ে তুমি স্বর্গসুখ নেবে জগতে বসে চিরকাল!!
১৯শে ডিসেম্বর, ২০১৫