কবিতার স্রষ্টা তুমি হেঁটে চলো উটপাখির হলদে ঠ্যাঙের মতন
ক্লান্তি তুমি হবে না জানি কোনো দিন, কোনো দিন।
তুমি হবে শুধু ফুটপাথের ওপর হেঁটে চলা সাইবর্গের পা
অথবা অমরত্বের অমর উপাদান শুধু মস্তিষ্ক –
জলীয় স্বপ্ন ভেসে বেড়ায় অর্থহীন স্মৃতির আনাচে কানাচে
সচতেনতার ব্ল্যাক বক্সে সম্পদ বলতে শুধু ‘ধম্মপদ’
আর আছে নিখিলের সক্রেতিস,
আর কি চাই – হে অনাত্মা!
সারাজীবন থেকে যাবে এভাবে নির্জীব পাঠশালায়!!
১০ই ডিসেম্বর, ২০১৫