আজ থেকে অনাত্মার জাগরণ হোক
গন্তব্যের সংকল্পে পা-যুগল হেঁটে চলে ক্লান্তিহীন আশা-নিরাশার শহরে
খাদ্যের তালিকা ঝুলছে পুরনো ক্ষুধার্ত-আত্মাদের ড্রইং রুমে
‘পর্দাটা টেনে দাও’ – বলে ওঠে সচেতনতার রূপক রাজা
প্রাগৈতিহাসিক দাম্ভিকতার দৃষ্টিকোণের শরবত পরে আছে-
মনস্তাত্ত্বিক তুর্কি কার্পেটের সমভূমিতে।
সেখানেও দেহঘরি আঘাতপ্রাপ্ত হয় বারবার -
শরবতের গ্লাসের ক্যানসারাক্রান্ত কৌণিক অরগানিজমের আঘাতে।
কেউ বাঁচবে না কবি-এক্স অথবা ওয়াই, এই গোলক ধাঁধায়
তবে সবাই মিলে পাড়ি জমাতে পারো শুন্য পথে,
যেখানে চিরকাল দুঃখহীনতার ঋতু বিরাজ করে
আর ছদ্মবেশী সুখ বয়ে বেড়ায় সারাবেলায়।
৮ই ডিসেম্বর, ২০১৫