বৃক্ষ, আমি তুমি হবো
আকাশমুখি হয়ে অহিংসবানী ছড়াবো
পতিত-আত্মার অস্তিত্বের অপার আনন্দে
পাতার রঙ ঝরাবো পৃথিবীর বুকে
বৃক্ষ, আমি তুমি সেজে
নির্বাক হবো আকাশী মুগ্ধতায়
কলুষ-পৃথিবীর সবুজ বাতিঘর সেজে
ছড়িয়ে দেবো ফুলে ফুলে সবুজ-কথা।
বৃক্ষ, আমি তোমার মতো
নির্লোভ এক অদ্ভুত প্রাণী হবো
ভেসে বেড়াব আলোছায়ায়
বাড়ন্ত সম্ভাবনার আয়ুরেখায়
বৃক্ষ, আমি শুধু তুমি
তুমিই আমার বন্দনা
তুমিই আমার মন্ত্রণা
এই হোক আজকের প্রার্থনা।
২রা ডিসেম্বর, ২০১৫