ভূমি বিচ্ছিন্ন হয় উপদ্বীপ থেকে
যেরকম শ্রীলংকা সরে পড়লো টুপ করে –
ভারত থেকে!
কিন্তু তার আগেই হাতি, বানর, হনুমানরাও পাড়ি জমিয়েছে –
নতুন স্বপ্নের আশায়, নতুন জগত সৃষ্টি করবে বলে।
আমিও বিচ্ছিন্ন হচ্ছি শ্রীলংকার মতন
ধীরে ধীরে সরে পড়ছি দক্ষিণ গোলার্ধে নিঃশব্দে
ফেলে আসা সম্পর্কগুলো শুধুই ইতিহাস
জোড়াতালি দিয়ে আর কতোকাল?
অথচ তোমার প্রতি আমার অনুরক্ততা শুধুই বাড়ছে
মাকড়শার মিহি বাড়ন্ত-ফাঁদের মতন
যেন নিঃশ্বাস দিয়ে বেধে রেখেছে
কেউ একজন ওপর থেকে প্রেমদেবতা বেশে।
২৩শে নভেম্বর, ২০১৫