হিমশীতল বৃষ্টির ধারা ঝরে পরছিল তখনও
জলরঙে রঞ্জিত সাঙ্গু নদীর ধারায়
ইঞ্জিনবোটের পিদিম জ্বলছে বেসুরো সুরে
আর চারদিকে উঁচু খাড়া পাহাড়।

দৃষ্টির উৎসাহ কেন্দ্রীভূত হয় শুকনো পাহাড়ে
যেগুলো কখনো গ্রাসিত হয়নি তীব্র জোয়ারে
আমরা সবাই অবাক হই কিভাবে এই পাহাড়, নদী আজও ভয়ানক প্রেমময়-
শীতল তলস্পর্শী পাথুরে ঝর্নাধারায়
আমারও ছুটে যাই চলমান ইতিহাসের ভেতর।




২১শে নভেম্বর, ২০১৫