দূরের ঘণ্টা বেজে যায়
হিমালয় – ফুজিয়ামা পেরিয়ে
তার নিনাদ ধ্বনি আমাকে টেনে নিয়ে যায়-
কুয়াশার ভেতর আসল জগতে।
নেশাক্ত হয়ে পরি
সময় কেটে যায় মুগ্ধতায়।
অথচ উলটো প্রান্তের পৃথিবীতে সময় বড় অস্থির!
তুমি না চাইলেও আমি হারাতে জানি সময়ের ভেতর
প্যারালাল জগতে!
১৩ই নভেম্বর, ২০১৫