মানুষ হওয়া মানে জীবনের ভিসা হাতে মহাবিশ্ব ঘুরে বেড়ানো
মানুষ হওয়া মানে মাথার ভেতরের মুগ্ধ জগতে সাঁতরিয়ে বেড়ানো
মানুষ হওয়া মানে বাতাসে বাতাসে ফুলের সুবাসে ভেসে বেড়ানো
মানুষ হওয়া মানে আকাশে বাতাসে আলোর প্রদীপ জ্বালিয়ে বেড়ানো

মানুষ হওয়া মানে বিশাল মাছির চোখ
মানুষ হওয়া মানে দূরবীন দিয়ে শব্দ শোনার ঝোঁক

মানুষ হওয়া মানে বুড়ো হওয়া
হেঁটে চলা ছায়া মানব
উদাসী পাখির মুগ্ধতা
মানুষ হওয়া মানে মায়াজাগিয়ে কুড়িয়ে কিছু পাওয়া



১০ই নভেম্বর, ২০১৫