অন্ধকার অন্ধকার অন্ধকার
অপার আনন্দ

ফুটে ওঠা কিছু তারকা
অসীম আনন্দ

এলিয়ে দিলে দেহঘড়ি
এই অনাবিল স্রোতধারায়

এবার স্বয়ং মধ্যকর্ষণ তোমাতে
অনুভূত হচ্ছে!


৯ই নভেম্বর, ২০১৫